:

সুগার মাম্মি হতে চাই

top-news

অভিনেত্রী হুমায়রা সুবাহ, যিনি একসময় ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্কের কারণে আলোচনায় ছিলেন, সম্প্রতি একটি সাক্ষাৎকারে সাহসী মন্তব্য করেছেন। তিনি বলেন, “আমি বয়স ৪০ পার করলে সুগার মাম্মি হতে চাই।”

তার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। ভক্তরা যেমন বিষয়টি মজা হিসেবে নিয়েছেন, তেমনি অনেকেই তার এই খোলামেলা বক্তব্যের প্রশংসা করছেন।

এমন সাহসী বক্তব্যের মাধ্যমে সুবাহ আরও একবার প্রমাণ করলেন যে তিনি নিজের জীবন নিয়ে বরাবরই সৎ এবং অকপট। তবে এই মন্তব্যকে তিনি শুধুই মজার ছলে বলেছেন নাকি এর পেছনে অন্য কোনো বার্তা রয়েছে, তা নিয়ে চলছে নানা আলোচনা।

https://demo.therevoltnews.net/public/frontend/img/header-adds/adds.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *