২৯ বছর পর ‘প্রেমের সমাধি’র সংলাপ ভাইরাল, কী বললেন বাপ্পারাজ-শাবনাজ?

- অনলাইন ডেস্ক
- 03 Feb, 2025
বাপ্পারাজ-শাবনাজ অভিনীত ১৯৯৬ সালের জনপ্রিয় সিনেমা ‘প্রেমের সমাধি’-র একটি সংলাপ হঠাৎ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি নজর এড়ায়নি দুই তারকার, যদিও তারা এখন অভিনয়ে অনিয়মিত।
শনিবার (১ ফেব্রুয়ারি) এক সাক্ষাৎকারে অভিনেত্রী *শাবনাজ* জানান, এই ভাইরাল ভিডিও ক্লিপ নিয়ে *তারা দু'জন বেশ হাসাহাসি করেছেন*। ফেসবুক ব্যবহারের সময় ভিডিওটি নজরে এলে তারা একে অপরকে পাঠিয়েছেনও।
শাবনাজ বলেন,
“বিষয়টি নিয়ে আমি ও বাপ্পারাজ ভাই দু’জনই মজা পাচ্ছি। ভালো লাগছে যে, মানুষ এখনো সিনেমাটির কথা মনে করছে। দর্শকরা নায়ক-নায়িকার আবেগের সঙ্গে সংযোগ করতে পারছেন। সিনেমাটি তখনও প্রশংসিত হয়েছিল, এখনো হচ্ছে—এটা আমাদের জন্য বড় পাওয়া।”
তিনি আরও বলেন,
“সিনেমা মুক্তির পর দর্শকরা সেটি দেখে, তখন আলোচিত হয়। পরে মানুষ ভুলে যায়, কারণ নতুন অনেক সিনেমা আসে। কিন্তু ২৯ বছর পরও ‘প্রেমের সমাধি’নিয়ে আলোচনা হচ্ছে, সংলাপ ভাইরাল হচ্ছে—এটা সত্যিই ভালো লাগছে।”
প্রেমের সমাধি’—একটি কালজয়ী প্রেমের গল্প
১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রেমের সমাধি’ সে সময় ব্যাপক সাড়া ফেলেছিল। ছবিতে বাপ্পারাজ-শাবনাজের রসায়ন দর্শকদের মন জয় করেছিল। এছাড়া সিনেমাটিতে অভিনয় করেছিলেন অমিত হাসান, এটিএম শামসুজ্জামান, আনোয়ার হোসেন, গাঙ্গুয়া ও দিলদার।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *