:

শত শত মাইল দূরে গিয়ে শৈশবের স্বপ্নপূরণ

top-news

বর্তমানে ছোট পর্দার অভিনেত্রী সাফা কবির যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখানে তিনি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। অনুষ্ঠানের পর তিনি নিউইয়র্ক সিটির অলবানি শহরে ঘুরতে গিয়ে জীবনের নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এমনটাই জানিয়েছেন সাফা।

পুরস্কার অনুষ্ঠানে অংশ নিয়ে সাফা ভিকি জাহেদ পরিচালিত ‘বেড নম্বর ৩’ নাটকের জন্য সেরা অভিনেত্রী পুরস্কার পান। পরে তিনি নিজেকে সময় দিতে ঘুরতে বের হন। এই ঘোরাঘুরির পেছনে ছিল শৈশবের স্বপ্নপূরণের অভিজ্ঞতা। শৈশব থেকেই তাঁর স্বপ্ন ছিল তুষারের মধ্যে ঘুরে বেড়ানো। যেখানে তুষার এসে মুহূর্তের জন্য তাঁকে ছুঁয়ে যাবে।

সে স্বপ্ন পূরণ হওয়ায় সাফা ফেসবুকে তুষারপাতের মধ্যে দাঁড়িয়ে থাকার একাধিক ছবি পোস্ট করে গতকাল শুক্রবার লিখেছেন, ‘তুষারের মধ্যে আমার জীবনের প্রথম অভিজ্ঞতা হলো। শৈশবের স্বপ্ন, আমি তুষারপাত দেখব। অনুভব করব এর কোমলতা। সেটাই আমি আজ দেখছি। মনে হচ্ছে, আকাশ থেকে জাদুর মতো নেমে আসছে তুষারকণা।’

অভিনয় শুরুর পরে প্রায় শীতে ইচ্ছা হতো তুষারের মধ্যে ঘুরতে যাওয়ার। বেশ কয়েকবার পরিকল্পনাও করেছেন সাফা, কিন্তু হয়ে ওঠেনি। অবশেষে সেই তুষারের মধ্যে দাঁড়ানোর ছবি পোস্ট করে লিখেছেন, ‘কতবার যে পরিকল্পনা করলাম, হলো না। জীবন তো আসলে জীবনের মতোই চলে। তার মধ্যে এই ’২৫ সাল আমার স্বপ্ন সত্য হয়ে গেল। আমি দাঁড়িয়ে গেলাম তুষারপাতের মধ্যে।’


তুষারের মধ্যে দাঁড়ানোর অনুভূতি ভাগাভাগি করে সাফা আরও লিখেছেন, ‘প্রথম তুষারপাত আমার শরীরে পড়ার সঙ্গে সঙ্গে হৃদয়টা আনন্দে ভরে উঠল। এটা ছিল অনেক শান্ত, সুন্দর ও পরাবাস্তবতার মতো। মনে হচ্ছিল, আমি স্বপ্ন দেখছি। সেই স্বপ্ন থেকে আমি জেগে উঠতে চাইছি না। তুষারপাত আমার কাছে শান্তির প্রতীক। শৈশবের স্বপ্ন পূরণ হলো। এটাকে আমি এখন আগের চেয়ে বেশি ভালোবাসি।’

https://demo.therevoltnews.net/public/frontend/img/header-adds/adds.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *