পুলিশ র্যাব ও আনসার বাহিনীর পোশাকের পরিবর্তনের সিদ্ধান্ত

- অনলাইন ডেস্ক
- 20 Jan, 2025
পুলিশ, র্যাবও আনসার বাহিনীর পোশাক পরিবর্তন হচ্ছে। সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের নতুন পোশাক হতে যাচ্ছে ‘আয়রন’ রংয়ের, র্যাবের ‘অলিভ’ আর আনসার বাহিনীর ‘গোল্ডেন হুইট’ রংয়ের।
সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
ছাত্র-জনতার প্রবল আন্দোলনে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর পুলিশ বাহিনীর সংস্কারসহ তাদের পোশাক পরিবর্তনের দাবি ওঠে। সেই সংস্কারের অংশ হিসেবেই আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক ও লোগো পরিবর্তন হতে যাচ্ছে।
এর আগে গত ১১ আগস্ট পুলিশের পোশাক ও লোগো পরিবর্তন করা হবে বলে জানিয়েছিলেন সেসময় স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
ক্ষমতার পালাবদলের পর অন্তত সপ্তাহ খানেক পুলিশকে প্রকাশ্যে দেখা যায়নি। এরপর এই বাহিনীকে সচল করতে সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *