দ্রুত নির্বাচনের দাবীতে হাতিয়ায় বিএনপির জনসমাবেশে

- সাব্বির ইবনে ছিদ্দিক হাতিয়া- নোয়াখালী
- 14 Jan, 2025
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে হাতিয়া আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয় মাঠে দ্রুত নির্বাচন দেয়ার দাবিতে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
সেসময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান শামীম দেশ বিরোধী অপতৎপরতা রুখতে ও গণতন্ত্রের অভিযাত্রায় দ্রুত নির্বাচনের দাবীতে এক জনসমাবেশে বক্তব্য দেন। বক্তব্যে তিনি বলেন, ''আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাধারণ শিক্ষার্থীদের সাথে আমরা রাজপথে ছিলাম বলেই ০৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকের এই স্বৈরাচারমুক্ত বাংলাদেশ কারো একক অর্জন নয় এটা বাংলাদেশের আপামর মানুষের ত্যাগের বিনিময়ে অর্জন হয়েছে।''
হাতিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে এ জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দীন চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলা উদ্দিন রনি , উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শওকত হোসেন সাখাওয়াত, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিসানুল আলম লেনিন, সেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা কাদের হালিমী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ভিপি আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, যুগ্ম সম্পাদক লুৎফুল্লাহ হিল মুজিদ নিশান ও হাতিয়া উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। এতে সভাপতিত্ব করেন হাতিয়া উপজেলা বিএনপির সভাপতি এ.কে.এম ফজলুল হক খোকন। সঞ্চালনায় ছিলেন হাতিয়া পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোকাররম বিল্লাহ শাহাদাত ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *