নিজ বাড়ি থেকে গ্রেফতার আ.লীগ নেতা বাবুল

- ইফতেখার আলম সজীব ময়মনসিংহ
- 01 Feb, 2025
ময়মনসিংহের তারাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকির আহমেদ বাবুল নিজ বাড়ি থেকে গ্রেফতার হয়েছেন। একই অভিযানে গ্রেফতার করা হয়েছে বিসকা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও তার চাচাতো ভাই মোশাররফ হোসেন ।
গ্রেফতারকৃত সাকির আহমেদ বাবুল উপজেলার গজহরপুর গ্রামের মৃত ছফির উদ্দিন মাস্টারের ছেলে, আর মোশাররফ হোসেন একই গ্রামের মৃত শরাফ উদ্দিন মন্ডলের ছেলে।
তারাকান্দা থানা পুলিশের সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ২টা ৩০ মিনিটে গজহরপুর গ্রামে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। অভিযানে সেনাবাহিনী ও তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. টিপু সুলতানের নেতৃত্বে গঠিত বিশেষ দল অংশ নেয়।
বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানার এসআই ও সেকেন্ড অফিসার লিটন চন্দ্র পাল জানান, গ্রেফতারকৃতদের থানায় নিয়ে আসা হয়েছে। তারাকান্দা থানায় দায়ের করা মামলা (নং-২৩, তারিখ-২৬/০১/২০২৫) অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
এই গ্রেফতারের ঘটনায় স্থানীয় রাজনীতিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *