:

জামায়াত একলা চলো নীতিতে এগোচ্ছে:গয়েশ্বর চন্দ্র রায়

top-news

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জামায়াত ও বিএনপির রাজনীতি এবং আদর্শ একেবারেই ভিন্ন। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) “জাতীয়তাবাদ”কে তাদের মূল মন্ত্র হিসেবে গ্রহণ করেছে। বিএনপির আদর্শে বাংলাদেশের স্বাধীনতা, জাতীয়তাবাদ, এবং গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি রয়েছে, যা জামায়াত ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে আলাদা।

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, জামায়াত ইসলাম জাতীয়তাবাদে বিশ্বাস করে না। সাম্প্রতিক কর্মকাণ্ডে দেখা যাচ্ছে, তারা একলা চলো নীতিতে এগোচ্ছে এবং মনে করছে যে তারা ইতোমধ্যে ক্ষমতার দ্বারপ্রান্তে। তবে জামায়াত তাদের নিষিদ্ধ অবস্থার নিষেধাজ্ঞা আদালত কিংবা সরকারের মাধ্যমে এখনও তুলতে পারেনি।

তিনি বলেন, “জামায়াতের রাজনীতি তারা করবে, বিএনপি তাদের নীতি অনুযায়ী এগোবে। ইতিমধ্যে জামায়াত একটি নিষিদ্ধ সংগঠন হিসেবে পরিচিত। তাদের পুনর্বাসনের চেষ্টা এখন পর্যন্ত সফল হয়নি।”

https://demo.therevoltnews.net/public/frontend/img/header-adds/adds.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *