:

ভূমিকম্পে কেঁপে উঠলো ইথিওপিয়া

top-news

ভূমিকম্পে কেঁপে উঠেছে ইথিওপিয়া। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। স্থানীয় সময় শুক্রবার (৩ জানুয়ারি) দেশটির উত্তরাঞ্চলে ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর একটি আগ্নেয়গিরিতেও অগ্ন্যুৎপাতের খবর পাওয়া গেছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ও স্থানীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।  ইএমএসসি জানিয়েছে, আসবি তেফেরি শহর থেকে ৫৫ কিলোমিটার (৩৪ মাইল) উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার (৬ মাইল)।

তবে ওই ভূমিকম্প থেকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এডেন বেলা নামে এক স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উত্তর-পূর্বাঞ্চলীয় আফার অঞ্চলের সেগেন্টোর কাছে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হয়েছে।

সেপ্টেম্বরের শেষের দিক থেকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপের সার্ভে অনুসারে, গ্রেট রিফ্ট ভ্যালির অংশে বিশেষ করে ফ্যান্টাল অঞ্চলে ৬৭টিরও বেশি ভূমিকম্প রেকর্ড হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা জানিয়েছেন, সেখানে কম্পন বেশ তীব্র ছিল এবং বেশ কিছু বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

https://demo.therevoltnews.net/public/frontend/img/header-adds/adds.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *