:

পটুয়াখালী সরকারি কলেজে তিন দিনব্যাপী তারুণ্যের মেলা শেষ আজ

top-news

পটুয়াখালী সরকারি কলেজে মঙ্গলবার  (১৪/০১/২৫)  জাঁকজমক ভাবে তিন দিনব্যাপী তারুণ্যের  মেলা অনুষ্ঠিত হয়েছে।মেলার প্রথম ও দ্বিতীয় দিন তরুণদের উদ্যোগে আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক সন্ধ্যা।সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ভরপুর ছিল পটুখালী সরকারি কলেজের ক্যাম্পাস। যেমন, নাচ,গান,কবিতা আবৃত্তি  ইত্যাদি।

তিন দিনব্যাপী তারুণ্যের মেলার আজ (১৬/০১/২৫) ছিলো শেষ দিন। মেলায় অংশ নিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় তরুণরা। মেলার শেষ দিনটি ছিল প্রাণচাঞ্চল্যে ভরা, যেখানে তরুণরা উপভোগ করেছে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, প্রদর্শনী এবং নানা সৃজনশীল কার্যক্রম।

এ বছর মেলার প্রতিপাদ্য ছিল "এসো দেশ বদলায় পৃথিবী বদলায় "। তিন দিনব্যাপী আয়োজনে স্থান পায় বিজ্ঞান মেলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা, এবং স্থানীয় পণ্যের প্রদর্শনী ও কলেজ শিক্ষার্থীদের নিজ হাতে বানানো বিভিন্ন পিঠাপুলি, এছাড়াও নানা ধরনের হস্তশিল্পী তৈরিকৃত পণ্য সামগ্রী। 

মেলায় অংশ নেওয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং স্থানীয়রা জানায়, "এই মেলা আমাদের সবার জন্য নতুন কিছু শেখার ও নিজেদের প্রকাশের সুযোগ তৈরি করেছে।" স্থানীয় উদ্যোক্তারা জানান, এই ধরনের মেলা তরুণ প্রজন্মকে উদ্ভাবনী চর্চায় উদ্বুদ্ধ করবে।

https://demo.therevoltnews.net/public/frontend/img/header-adds/adds.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *