১২ বছরের শিকলবদ্ধ জীবন

- ইফতেখার আলম সজীব ময়মনসিংহ
- 17 Jan, 2025
বিশ্বের নানা প্রান্তে এমন অনেক মানুষের জীবন রয়েছে যারা শারীরিক বা মানসিক কারণে দীর্ঘদিন ধরে নির্যাতিত হয়ে থাকে, কিন্তু তাদের কষ্টের গল্প অনেক সময়ই অজ্ঞাত থাকে।
শাহনাজ আক্তার পারভীন ওরফে শানু তেমনই একজন নারী, যিনি ১২ বছর ধরে পায়ের শিকল বাধা অবস্থায় জীবন কাটিয়েছেন, তার জীবনের গল্প একটি গভীর মানবিক সংকটের প্রতীক।
শাহনাজ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার এক প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব ছিল সাধারণ, যেখানে তিনি তার পরিবার এবং গ্রামের মানুষের সঙ্গে সুখে জীবন যাপন করতেন। ছোটবেলা থেকেই তার মেধা এবং মনোযোগী আচরণ গ্রামবাসীদের মধ্যে প্রশংসিত ছিল। পরিবারের মধ্যে বেশিরভাগ সময় তিনি তার মা-বাবার সঙ্গে কাজ করতেন এবং গ্রামে সাধারণ জীবনযাপন করতেন।
শানুর পরিবার সূত্রে জানা যায় তার জীবনে একটা বড় পরিবর্তন আসে, যখন তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। কিছু সময় পর থেকেই তার আচরণে অস্বাভাবিকতা দেখা দেয়, যা পরিবারের সদস্যদের উদ্বিগ্ন করে তোলে। চিকিৎসা না পাওয়ার কারণে তার পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। তার মানসিক অসুস্থতার কারণে, তাকে পরিবারের সদস্যরা ঘরবন্দী করে রাখেন এবং তার পায়ের শিকল দিয়ে বাঁধার সিদ্ধান্ত নেন, যাতে তিনি বাইরে যেতে না পারেন।
তারা আরো জানান শানু কে বিয়ে দেয়া হয়েছিল সেই ঘরে একটি ছেলে সন্তানও রয়েছে সন্তানটি শিশু অবস্থায় থাকাকালে পারিবারিক কলহের জেরে শানুকে তার নিজ বাবার বাড়িতে পাঠিয়ে দেয় নিজের সন্তানকে দেখার আকুতি ধীরে ধীরে তাকে মানসিকভাবে বিকারগ্রস্ত করে ফেলে।
সু চিকিৎসা হলে সে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে তবে তার পরিবারের অসচ্ছলতার কারণে হচ্ছে না তার চিকিৎসা তাই বয়ে বেড়াতে হচ্ছে এই যন্ত্রণাদ দায়ক জীবন।
এবিষয়ে কথা হয় মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আতিকুল ইসলামের সাথে তিনি জানান, আমাদের কছে কোন সহযোগীতা চেয়ে আবেদন আসে নি , আবেদন করলে সহযোগীতার আশ্বাস দিন তিনি ।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *