:

বেনাপোলে ফেন্সিডিল সহ আটক ১জন আটক

top-news
https://demo.therevoltnews.net/public/frontend/img/header-adds/adds.jpg

যশোরের  বেনাপোল পোর্ট থানাধীন দক্ষিণ বারোপোতা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১২৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল সহ আবু সাঈদ নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটককৃত আসামী- মোঃ আবু সাঈদ (২৮) সে বেনাপোল পোর্ট থানাধীন উত্তর বারোপোতা গ্রামের মিজানুর রহমানের ছেলে। থানা পুলিশ জানায়, শুক্রবার (১৭ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে এসআই আমির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ভোর ৫টা ১৫ মিনিটের সময় বারোপোতা গ্রামস্থ জনৈক শাহাদাৎ মাস্টারের বাড়ির সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনাকালে ১২৫ বোতল নিষিদ্ধ মাদক ফেনসিডিল সহ আবু সাঈদকে গ্রেফতার করা হয়। জব্দকৃত মাদকের মূল্য -২,৫০,০০০/- টাকা। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া বলেন, আটক আসামির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমরা সজাগ দৃষ্টি রাখছি। বেনাপোল পোর্ট থানাধীন যেকোনো জায়গায় মাদকের সন্ধান পেলে তৎক্ষনাৎ অভিযান পরিচালনা করে মাদকের সাথে সম্পৃক্ত ব্যক্তিকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় তিনি সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান।

https://demo.therevoltnews.net/public/frontend/img/header-adds/adds.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *