:

রাজবাড়ীর শীর্ষ তিন পদে নারী কর্মকর্তা

top-news

রাজবাড়ীর জেলা প্রশাসক হিসেবে সোমবার (১৩ জানুয়ারি) সকালে যোগদান করেছেন সুলতানা আক্তার। সুলতানা আক্তার ২৭ তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের (রপ্তানি-২ শাখার) উপসচিব পদে কর্মরত ছিলেন। সুলতানা আক্তার রাজবাড়ী জেলার ২৬ তম জেলা প্রশাসক ও ৬ষ্ঠ নারী জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন।

অপরদিকে রাজবাড়ীর জেলা পুলিশের শীর্ষ পদে রয়েছে মোছা. শামিমা পারভীন। তিনি বিসিএস ২৫ তম ব্যাচের পুলিশ ক্যাডারের কর্মকর্তা। জেলার ৩২ তম পুলিশ সুপার (এসপি) হিসেবে মোছা. শামিমা পারভীন গত বছরের ৮ সেপ্টেম্বর যোগদান করেন। পুলিশ সুপার মোছা. শামীমা পারভীন রাজবাড়ীতে যোগদানের পূর্বে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

এছাড়া, রাজবাড়ীর বিচার বিভাগের শীর্ষ পদে রয়েছে নারী কর্মকর্তা। রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের সিনয়র জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত রয়েছেন মোসাম্মৎ জাকিয়া পারভিন তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল রাজবাড়ী জেলায় যোগদান করেন। তিনি ১৭তম বিসিএস (বিচার) ব্যাচের একজন সদস্য।

https://demo.therevoltnews.net/public/frontend/img/header-adds/adds.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *