:

পাবনায় শীতের পোশাকের ক্রেতা বেড়েছে

top-news

 শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় গরম কাপড়ের খোঁজে ছুটছে মানুষ। পাবনা সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর মার্কেট ও ফুটপাতের গরম কাপড়ের দোকানে ভিড় বেড়েছে। এতে শুধু সীমিত আয়ের মানুষজনই নন মধ্যবিত্ত শ্রেণির মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে।ক্রেতাদের পছন্দসই কাপড় দেখাতে বিক্রেতারা পার করছেন ব্যস্ত সময়।

সরেজমিন ঘুরে দেখা গেছে, ফুটপাথের দোকানগুলোতে জমে উঠেছে শীতের পোশাকের জমজমাট বাজার। তিল পরিমাণ জায়গাও নেই ফুটপাতে। এসব দোকানে সব শ্রেণি-পেশার মানুষ দেখা গেছে।

উলের সোয়েটার, চাদর, কানটুপি, গেঞ্জি কাপড়ের ট্রাউজার, হাতমোজা, ছোট বাচ্চাদের সোয়েটার সেট, মাফলারসহ বাহারি ডিজাইনের হরেক রকমের শীতের পোশাকের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা।ফুটপাতের বিক্রেতারা জানান, শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় তাদের গরম কাপড়ের বাজার বেশ জমজমাট। গত কয়েক দিন ধরে সব দোকানেই শীতের কাপড় কেনাবেচা বেড়েছে। তারা জানান, পথচারীরা চলতে গিয়ে একবারের জন্য হলেও বেছে নিচ্ছেন নিজের ও পরিবারের ছোট বড়দের জন্য গরম কাপড়। কেউ একদামে কিনছেন আবার কেউ করছেন দর কষাকষি। এবার শিশু ও বয়স্কদের কাপড়ের চাহিদা সবচেয়ে বেশি।

বিশেষ করে মাফলার, কনটুপি, হাত মোজা, পা মোজার চাহিদা রয়েছে অনেক। ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক দিন ধরে যে ঠান্ডা পড়া শুরু হয়েছে তাতে আগের গরম কাপড়ে কাজ হচ্ছে না। তাই পরিবারের সবার জন্যই কাপড় কিনতে হচ্ছে। গত বছরের চেয়ে এ বছর কাপড়ের দাম বেশ বেশি বলে তারা জানান।

বেশ কিছু ক্রেতা জানান, শীত বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছেন।  শীত বাড়লে এ দাম আরও বাড়বে বলে জানান ব্যবসায়ীরা।

https://demo.therevoltnews.net/public/frontend/img/header-adds/adds.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *