:

ময়মনসিংহে মিজানুর রহমান আজহারীর মাহফিল: যানবাহন নিয়ন্ত্রণ ও নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা

top-news

ময়মনসিংহে ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারীর মাহফিল উপলক্ষে শহরজুড়ে বিশেষ নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাহফিল আয়োজক কমিটি এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়।

আগামীকাল সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিতব্য মাহফিলে লাখো মানুষের সমাগম প্রত্যাশিত। আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যক্ষ কামরুল হাসান মিলন জানান, শম্ভুগঞ্জ ব্রিজ, মাসকান্দা, আকুয়া বাইপাস ও রহমতপুর বাইপাসে বড় যানবাহন নিয়ন্ত্রণ করা হবে। তবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের চলাচলে কোনো বাধা থাকবে না। যানজট এড়াতে বাইপাস ব্যবহার করতে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

মাহফিল উপলক্ষে ২ লাখ বর্গফুটের প্যান্ডেলসহ পুরো মাঠ প্রস্তুত করা হয়েছে। নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ২২টি স্থানে বড় পর্দায় সরাসরি সম্প্রচার হবে।

আয়োজক কমিটি সকল অংশগ্রহণকারীকে নিরাপত্তার স্বার্থে মূল্যবান সামগ্রী বহন না করার আহ্বান জানিয়েছে। পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবীরাও নিরাপত্তায় নিয়োজিত থাকবে।

সকাল ১০টায় শুরু হয়ে মাহফিলের কার্যক্রম চলবে আসরের নামাজ পর্যন্ত

https://demo.therevoltnews.net/public/frontend/img/header-adds/adds.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *