মোংলার ইউএনওকে আজকের মধ্যে প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূ

- আবু-হানিফ বাগেরহাট প্রতিনিধি
- 13 Feb, 2025
মোংলার ইউএনও আফিয়া শারমিনকে আজকের মধ্যে (বৃহস্পতিবার) প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র ও নাগরিক কমিটি।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের সামনে তারা এই কর্মসূচি পালন করেন।বুধবার নিজ কার্যালয়ে আ’লীগের চার ইউপি চেয়ারম্যানকে নিয়ে মিটিং করায় ইউএনও’র বিরুদ্ধে এই কর্মসূচি দেয় তারা।
এসময় ইউএনও আফিয়া শারমিনকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে বিভিন্ন শ্লোগান দেয় ছাত্ররা।
ইউএনওকে আজকের মধ্যে (বৃহস্পতিবার)প্রত্যাহার করা না হলে উপজেলা ঘেরাওসহ কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারি দেয় আন্দোলনকারী ছাত্র ও নাগরিক কমিটি।
এদিকে, ঘটনাস্থালে অপ্রীতিকর ঘটনা এড়াতে তাদের কর্মসূচি ঘিরে কঠোর অবস্থানে ছিল নৌ বাহিনী ও পুলিশ
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *