গাজীপুরে দক্ষিণ -কলামেশ্বরের পারিবারিক কবরস্থানে কাশেমের দাফন সম্পূর্ণ

- অনলাইন ডেস্ক
- 13 Feb, 2025
গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত কাশেম এর প্রথম জানাজার নামাজ রাজবাড়ি ময়দানে সম্পূর্ণ হয়েছে এ সময় বিএনপি, জামায়াত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাসহ শত শত লোক উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে আবুল কাসেমের মরদেহবাহী গাড়িটি রাজবাড়িতে এসে পৌঁছায়। এর আগে থেকেই শত শত লোক রাজবাড়ি মাঠে এসে উপস্থিত হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে জানাজা সম্পূর্ণ হয়। সেখান থেকে মরদেহ বোর্ডবাজারের মির্জা বাড়ি সিএনজি পাম্পে ১:৩০ মিনিটে দ্বিতীয় নামাজের জানাজা শেষে দক্ষিণ কলমেশ্বরের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন মহানগর জামাতে ইসলামীর নায়েবে আমির ও গাজীপুর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো. হোসেন আলী, গাছা থানার অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদ, বিএনপির সম্পাদক কামাল উদ্দিন থানা জামায়াত আমিরসহ অন্যরা
বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরই রাস্তায় নেমে আসে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। রাত সাড়ে ৮টার দিকে শহরজুড়ে বিক্ষোভ ও মশাল মিছিল বের করে তারা, হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শ্লোগানে প্রকম্পিত হয় পুরো শহর।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তার ফেইসবুক পেইজে কাশেমের মৃত্যুর খবরটি পোস্ট দিয়েছেন তিনি লিখেছেন, গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত কাশেম শহীদ হয়ে গেছেন। প্রতিবিপ্লবের প্রথম শহীদ আমার এই ভাই। ওই পোস্টে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি জানিয়ে লিখেছেন, “ইন্টেরিম, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, করতে হবে।
গত ৭ ফেব্রুয়ারি (শুক্রবার), জুলাই-আগস্ট গণহত্যায় অভিযুক্ত সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বিক্ষোভে যায় বৈষম্যবিরোধী ছাত্ররা। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। গুরুতর আহত কাশেমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, বুধবার বিকেল ৩টায় আইসিইউতে তার মৃত্যু হয়।কাশেমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গাজীপুরজুড়ে ফুঁসে ওঠে ছাত্রসমাজ। বিক্ষোভ মিছিল বের হয় বিবাড়ি মোড় থেকে, যা শিববাড়ি মোড়, জেলা প্রশাসকের কার্যালয় হয়ে রাজবাড়ি সড়কে গিয়ে শেষ হয়। সেখানে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন।এদিকে, ঘটনার পরিপ্রেক্ষিতে গাজীপুর সদর থানার ওসি মেহেদী হাসান জানান, মন্ত্রীর বাড়িতে হামলার সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর চড়াও হয়। এতে ১৭ জন গুরুতর আহত হন।
এ ঘটনায় রোববার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা আহ্বায়ক মো. আব্দুল্লাহ মোহিত একটি মামলা দায়ের করেন। ২৩৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে ১৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *