ঢাকা রংপুর মহাসড়কে প্রাইভেট কার ও ইজিবাইকের সংঘর্ষ আহত ৩জন

- অনলাইন ডেস্ক
- 12 Feb, 2025
মাহদী হাসান মুন, স্টাফ রিপোর্টার
(বগুড়া জেলা): বগুড়া জেলার শিবগঞ্জ থানার মুরাদপুর এলাকায় ঢাকা রংপুর মহাসড়কে প্রাইভেট কার ও মাল ভর্তি ইজিবাইকের সংঘর্ষ ঘটে।
বগুড়া হতে দিনাজপুরগামী প্রাইভেট কার বগুড়া হতে দিনাজপুর যাওয়ার পথে মুরাদপুর রনি ফিলিং স্টেশনের কাছে রাস্তা পারাপারের সময় মালামাল সহ একটি ইজিবাইকে ধাক্কা দেয়।
এই দুর্ঘটনায় ইজি বাইকের চালকসহ ৩ জন আহত হয়েছেন। ইজিবাইকের চালক গুরুতর আহত হন। তাকে স্থানীয় লোকজন মোকামতলা বাজারে একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়।
ইজি বাইকের সামনের চাকা সহ এক পার্শে পুরোপুরি নষ্ট হয়। ইজি বাইকে থাকা মালামাল নষ্ট হয়। স্থানীয় লোকজন সেই মালামাল অন্য একটি বাহনে করে পাঠিয়ে দেয়।
ঢাকা মেট্রো গ ৪২-৯৫৮২ নামের প্রাইভেট কারের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয়দের সহায়তায় পাশের একটি গ্যারেজে এটি মেরামত করতে পাঠানো হয়
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *