টেকনাফে ৫ জন কাঠুরিয়া অপহরণ, মুক্তিপণ দাবি

- অনলাইন ডেস্ক
- 05 Feb, 2025
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের বাহাড়ছড়া এলাকায় স্থানীয় ১৫ জন কাঠুরিয়া পাহাড়ে লাকড়ি কাটতে গিয়ে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহরণের শিকার হয়েছে বলে জানা গেছে।
বুধবার (৫ ফ্রেব্রুয়ারি) দুপুরে বাহারছড়া ইউনিয়নের চাকমা পাড়া ৫নং ওয়ার্ড মাঝেরশিয়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ূন কবির।
ভুক্তভোগী পরিবারের বরাত দিয়ে ইউপি সদস্য হুমায়ূন কবির জানান, সকালে টেকনাফের বাহারছড়া চাকমা পাড়া
মাঝেরশিয়া পাহাড়ি এলাকায় ১৫ জনের একটি কাঠুরিয়া দল পাহাড়ে জ্বালানি লাকড়ি আনতে যায়। হঠাৎ গহিন পাহাড় থেকে একদল অস্ত্রধারী পাহাড়ি সন্ত্রাসী এসে তাদের জিম্মি করে। সেখান থেকে পাঁচজনকে রেখে দিয়ে বাকি দশজনকে মুক্তিপণের টাকা ব্যবস্থা করার জন্য ছেড়ে দেওয়া হয় বলে জানান।
অপহৃতরা হলেন, টেকনাফ বাহারছড়া ইউনিয়নের বাইন্যাপাড়া এলাকার বাসিন্দা মো. হাসানের ছেলে মোহামাদ কাইফ উল্লাহ (১৭), একই এলাকার বাসিন্দা হামিদুল হকের ছেলে মোহাম্মদ আসা (২৮), মৃত কালা মিয়ার ছেলে ইউসুফ উল্লাহ (৩০), শফিউল আজমের ছেলে আবুইয়া (২০), আব্দুল হকের ছেলে মারুফ উল্লাহ (১৮)।
এ বিষয়ে বাহারছড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক এসআই লক্ষন চন্দ্র বর্মন বলেন, পাঁচ জন স্থানীয় পাহাড়ে লাকড়ি আনতে গিয়ে অপহরণের শিকার হয়েছে বিষয়টি স্থানীয়দের কাছ থেকে শুনার সাথে সাথে এসআই আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছেন। অপহৃত ভিকটিমের পরিবারের কাছ থেকে এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *