:

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের প্রথম পর্ব

top-news

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তাবলিগ জামাতের শুরায়ে নিজামের উদ্যোগে আয়োজিত এবারের ৫৮তম বিশ্ব ইজতেমার দুই ধাপের প্রথম পর্ব।এ সময় মুসল্লিরা  দুনিয়া ও আখেরাতের শান্তি ও  আল্লাহর নৈকট্য লাভ, মুসলিম উম্মাহর কল্যাণ, অসীম অনন্ত প্রেমময় আল্লাহর নিকট নিজেকে আত্মসমর্পণের আবেদন করেন 


ইজতেমা ময়দানের পূর্ব পাশের মঞ্চ থেকে লাখো মানুষের কাঙ্ক্ষিত আখেরি মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের বাংলাদেশের শীর্ষ মুরুব্বি, কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জোবায়ের আহমেদ। 

ইজতেমা আয়োজকদের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান জানান, আখেরী মোনাজাতের আগে ফজরের নামাজের পর হেদায়েতী বয়ানের মাধ্যমে শুরু হয় শুরায়ে নিজামের আয়োজনে এবারের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের শেষ দিনের মোনাজাত কার্যক্রম 

তিনি আরও জানান, এদিন বাদ ফজর বয়ান করেন ভারতের ব্যাঙ্গালোরের তাবলীগের শীর্ষ মুরুব্বি ভাই ফারুক সাহেব। তার বয়ান বাংলায় তর্জমা করেন মুফতি আমানুল হক সাহেব। পরে বাংলায় বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান বাংলায় তর্জমা করেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন। হেদায়াতের বয়ানের পরেই ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা নসিহত মূলক কিছু কথা বলেন, যা বাংলায় তর্জমা করেছেন বাংলাদেশের মাওলানা জুবায়ের আহমেদ। তিনি তর্জমা শেষ করেই মোনাজাত আরম্ভ করেন।

আখেরি মোনাজাত শেষে আগামী বছরের তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের আহমেদ। তিনি জানান, শুরায়ী নেজামের অধীনে ওলামায়ে কেরামে তত্ত্বাবধানে তাবলীগ জামাতের ২০২৬ সালের ৫৯তম বিশ্ব ইজতেমা দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ ২,৩,৪ জানুয়ারি, ২০২৬ এবং দ্বিতীয় ধাপ ৯,১০,১১ জানুয়ারি, ২০২৬ তারিখে টঙ্গীর ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে।

গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন বলেন, ইজতেমার মুসুল্লীদের সেবার জন্য জেলা প্রশাসনসহ সরকারের বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করেছে। ইজতেমার মুরুব্বি, অংশগ্রহণকারী মুসুল্লী সকলের সহযোগিতায় ইজতেমার প্রথম পর্ব অত্যন্ত শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এজন্য তিনি সকলকে ধন্যবাদ জানান।

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করীম খান বলেন, ইজতেমায় আগত দেশী বিদেশি মুসুল্লীদের নিরাপত্তা, তাদের যাতায়াতের জন্য মহানগর পুলিশ সার্বক্ষণিক কাজ করেছেন। ফিরতি পথে একসাথে লাখ লাখ মানুষ সড়কে নেমে আসায় প্রথমে একটু অসুবিধা হলেও পরে সবকিছু ঠিক হয়ে যায়। মুসল্লিরা যাতে দ্রুত এবং নিরাপদে ইজতেমা ময়দান ত্যাগ করতে পারে সে জন্য বাস, ট্রেনসহ সব ধরনের যানবাহনের ব্যবস্থা রয়েছে। 

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব দুই ধাপে শুরায়ে নেজামীর তাবলীতের অংশ আয়োজন করেছে। তারা গত ৩১ জানুয়ারি শুরু হয়ে গত রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে প্রথম ধাপ এবং গত ৩ ফেব্রুয়ারি শুরু করে আজ ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে।

৮ দিন বিরতি দিয়ে ভারতের মাওলানা সা'দ অনুসারীরা ১৪ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা।

https://demo.therevoltnews.net/public/frontend/img/header-adds/adds.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *