:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে দিনব্যাপী থানা দায়িত্বশীল কর্মশালা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে

top-news

কর্মশালাটি ছাত্রশিবিরের কুড়িগ্রাম জেলা সেক্রেটারি মোশাররফ হোসেনের সঞ্চালনায় ও জেলা সভাপতি মুকুল হোসেনের সভাপতিত্বে সম্পন্ন হয়

৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) কুড়িগ্রাম জেলা শহরের গাড়িয়ালপাড়া আদর্শ ছাত্রাবাসে জেলা অফিস রুমে সকাল ৮টায় দারসুল কুরআনের মাধ্যমে কর্মশালার কার্যক্রম শুরু হয়। এতে জেলার বিভিন্ন থানা পর্যায়ের দায়িত্বশীল নেতারা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা আমীর মাওলানা আবদুল মতিন ফারুকী। তিনি বলেন, "বিগত সাড়ে পনেরো বছর ধরে ছাত্রশিবিরের কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হয়নি। মাদরাসাগুলোতেও স্বনামে দাওয়াত দেওয়ার পথ রুদ্ধ করা হয়েছিল। ছাত্রশিবিরের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে নেতিবাচক চরিত্রের সংগঠন হিসেবে উপস্থাপনের অপচেষ্টা করা হয়েছিল। শুধু তাই নয়, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসা থেকে ধরে নিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হতো। তবে এসব বাধা অতিক্রম করে ছাত্রশিবির এখন ছাত্রসমাজের কাছে সভ্য, ভদ্র ও মেধাবী ছাত্রদের ঠিকানা হিসেবে গ্রহণযোগ্যতা অর্জন করেছে।”

তিনি আরও বলেন, "তোমাদের নিজেদেরকে তাকওয়ার ভিত্তিতে তৈরি করতে হবে। ইসলামের নির্দেশনা অনুসরণ করে ছাত্রসমাজের চরিত্র গঠনের দায়িত্ব নিতে হবে। নিজেদের জ্ঞান ও নৈতিকতা দিয়ে আদর্শ ছাত্রসমাজ গড়ে তুলতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা সেক্রেটারি নিজাম উদ্দিন। তিনি বলেন, "ছাত্রসমাজের চরিত্র গঠন ও মানসিক উৎকর্ষ সাধনের দায়িত্ব ছাত্রশিবিরকেই নিতে হবে, যা অন্য কোনো সংগঠনের পক্ষে সম্ভব নয়। দীর্ঘ প্রতিকূল সময়ে টিকে থাকা সংগঠনটি এখন অনুকূল পরিবেশে সময় নষ্ট না করে ছাত্রসমাজের কাছে দাওয়াত পৌঁছে দিতে এবং তাদের চরিত্র গঠনের গুরু দায়িত্ব পালনে সচেষ্ট হতে হবে।”

এছাড়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুড়িগ্রাম জেলা সভাপতি এডভোকেট ইয়াসিন আলী সরকার কর্মশালায় নসিহা পেশ করেন। তিনি বলেন, "প্রত্যেক দায়িত্বশীলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ অনুসরণ করতে হবে। সহজ-সরল জীবনযাপন এবং অহংকারমুক্ত থাকার মধ্য দিয়েই দায়িত্বশীলদের প্রকৃত গুণাবলি প্রকাশ পায়।”

কর্মশালায় ২০২৫ সাংগঠনিক সেশনের কর্মপরিকল্পনা ও ভবিষ্যৎ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের করণীয় ও দিকনির্দেশনা নিয়ে মতবিনিময় করেন।

জেলা সভাপতির সমাপনী বক্তব্য ও দোয়া পাঠের মাধ্যমে দিনব্যাপী কর্মশালার কার্যক্রম শেষ হয়।

https://demo.therevoltnews.net/public/frontend/img/header-adds/adds.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *