টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ড ও র্যাব এর যৌথ অভিযানে ১ লক্ষ ২০ হাজার পিস ইয়াবা ও ৪ বোতল ফেনসিডিল জব্দ

- অনলাইন ডেস্ক
- 05 Feb, 2025
০৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ দুপুরে ১ টায় কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ দুপুর ১ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট শাহপরী ও র্যাব-১৫ সিপিসি কর্তৃক টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন সাবরাং খুরের মুখ সমুদ্র এলাকায় একটি বিশেষ অ/ভিযান পরিচালনা করা হয়। অ/ভিযান পরিচালনাকালে একটি ইঞ্জিন চালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড আ/ভিযানিক দল বোটটিকে থামার সংকেত প্রদান করে। কোস্টগার্ড এর উপস্থিতি টের পেয়ে বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় উক্ত বোটটিকে ধাওয়া করলে বোটটি সাবরাং খুরের মুখ সংলগ্ন সমুদ্র চরে আটকে যায় এবং বোটে থাকা মা/দক কারবারীরা সাঁতার কেটে তীরে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা বোটটিতে ত/ল্লাশী চালিয়ে একটি ব্যাগ ও বস্তায় লুকায়িত অবস্থায় ১ লক্ষ ২০ হাজার পিস ই/য়াবা, ৪ বো/তল ফে/নসিডিল এবং ২ টি দেশীয় অ/স্ত্র জ/ব্দ করে।
তিনি আরও বলেন, জব্দকৃত ই/য়াবা ও ফে/নসিডিল মা/দক নিয়ন্ত্রন অধিদপ্তরের সাথে সমন্বয় করতঃ ধ্বংসের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *