:

ঝালকাঠি রাজাপুরে রাজমিস্ত্রী মামলার প্রধান আসামীর ফাসির দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ ও মানববন্ধন এলাকাবাসীর

top-news

ঝালকাঠির রাজাপুরের দক্ষিণ সাউথপুর গ্রামের রাজমিস্ত্রী  আবুল বাসার হত্যা মামলার প্রধান আসামী নাজমুল হাসানের ফাঁসির দাবিতে রাজাপুর থানা ঘেরাও দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার সকাল ১০ টায় থানার মূল ফটকে নিহতের স্বজনসহ এলাকার কয়েক হাজার মানুষ ঘণ্টাব্যাপি এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন নিহত আবুল হাসানের বৃদ্ধ মা দেলোয়ারা বেগম, স্ত্রী আসমা বেগম, বোন কুরছিয়া বেগমা, ছেলে স্কুল ছাত্র আমিনুল ইসলাম শুভ ও মেয়ে মরিয়ম আক্তার প্রমুখসহ এলাকার অনেকে । আসামী নাজমুলের ফাসি দাবি করে বক্তারা বলেন, আবুল বাসার হত্যা মামলার প্রধান আসামী নাজমুল হাসান কয়েকদিন ধরে ১ লাখ টাকা চাদা দাবি করে। নাজমুল বলে নতুন ঘর উঠাইছো বাড়ি তুলছো, ৩ ভাই বিদেশ থাকে তোর কাছে কোন ব্যাপার না টাকা দেয়া। টাকা না দিলে তোকে মেরে ফেলবো বলে হুমকি দিয়েছে। এ ঘটনার জেরে ও কয়েকদিন আগে আবুল বাসার বাজারে ঔষুধ কেনার জন্য যাওয়ার সময় আসামীরা বিএনপির প্রোগ্রামে যাওয়া যাবে না বলে বাড়ীতে ফিরে যেতে বলে। এসব নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি, তর্কবিতর্ক ও মনোমানিল্য হয়। এ ঘটনার জেরে ২ ফেব্রæয়ারি সন্ধ্যায় তাকে আসামীরা কুপিয়ে হত্যা করে। আসামীদের দ্রæত ফাসির দাবি জানান স্বজনরা। এ ঘটনায় নিহতের স্ত্রী বদি হয়ে রাজাপুর থানায় সোমবার বিকেলে ২ জনের নাম উল্লেখ্যপূর্বক অজ্ঞাত আরও ২/৩ জনের নামে হত্যার ধারায় মামলা দায়ের করেছে। র‌্যাব এ ঘটনায় ঢাকার গাজিপুরের শ্রীপুর থেকে মঙ্গলবার বিকেলে প্রধান আসামী নাজমুলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নাজমুল বিএনপির সমর্থক ও উপজেলার ইন্দ্রপাশা গ্রামের নাসির উদ্দিন পান্নু হাওলাদারের ছেলে। নিহত রাজমিস্ত্রী আবুল বাসার দক্ষিন সাউথপুর গ্রামের মৃত তানজের আলী হাওলাদারের ছেলে। রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, প্রধান আসামী নাজমুলকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। 

https://demo.therevoltnews.net/public/frontend/img/header-adds/adds.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *