:

৮বছরের শিশু রিফাতের জীবন নিয়েও থামেনি চেয়ারম্যান আলতাফ ও তার ক্যাডার বাহিনীর মাটি ব্যবসা

top-news

রমরমা মাটি ব্যবসা এবং দাপটের সাথে তার সকল আপকর্ম চালিয়ে যাচ্ছেন। ঝিনাইদহ সদর উপজেলার ২ নং মধু হাঁটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন। 
অবৈধভাবে জিয়ালা সরকারি খালের মাটি কেটে বিক্রি করছে, এমন সংবাদে দ্যা রিভোল্ট নিউজের  স্টাফ রিপোর্টার ও বাংলা এডিশনের সহযোগী সাংবাদিক মিরাজ আহাম্মেদ ভিডিও ধারণ করায় চেয়ারম্যান আলতাফ হোসেনের ক্যাডার ফারুক   লাঠিদিয়ে তার উপর হামলা করে এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। উল্লেখ্য গত আট ডিসেম্বর ২০২৪ তারিখে একই খালের মাটি কাটার সময় মাটি ভর্তি ট্রাক্টরের চাকায় পৃষ্ঠ হয়ে। বেড়াশুলা গ্রামের ওয়াসিমের ৮ বছর বয়সী ছেলে রিফাত নিহত হয়। তারপর কিছুদিন মাটিকাটা বন্ধ থাকলেও পুনরায় শুরু হয়েছে অবৈধভাবে মাটিকাটা।

এ নিয়ে এলাকাবাসী মাঝে আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে  সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন এ বিষয়ে আমি অবগত নয়। 
মুঠোফোনে সদর থানার ইউএনও এবং এসিল্যান্ড এর সাথে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন রিসিভ করেননি তারা।

https://demo.therevoltnews.net/public/frontend/img/header-adds/adds.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *