:

সংযোগ সড়কের দাবিতে মহাসড়ক আটকে মানববন্ধন

top-news

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫

ঝালকাঠির রাজাপুরের নৈকাঠি জোমাদ্দার বাড়ি এলাকার নির্মানাধীন সেতুর দু’পাশের ৪ টি সড়কের সংযোগ সড়ক নির্মানের দাবিতে খুলনা-বরিশাল আঞ্চলিক আটকে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। রোববার বিকেলে সেতুর পশ্চিম পাশে ঘণ্টাব্যাপি এ কর্মসূচি পালন করা হয়। এতে সড়কের দু’পাশে যাত্রীবাহি বাসসহ গাড়ি আটকে থাকায় ভোগান্তিতে পরে মানুষ।

এতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মানিক জোমাদ্দার, মুক্তিযোদ্ধা মীর মুনসুর আহম্মেদ, মজিবর সিকদার, মজিবর জোমাদ্দার, মনিরুজ্জামান টিপু প্রমুখ। বক্তারা বলেন, উপজেলাধীন নৈকাঠী জমাদ্দার বাড়ির খালের উপরে উচু ব্রীজ নির্মাণের ফলে ব্রীজটির দু পাশে চারটি রাস্তা নিচু হয়ে যোগাযোগ বিগ্নিত হয়ে গেছে। কর্তৃপক্ষ দু পাশে দুটি আন্ডার পাস দিলেও তার সংযোগ করেনি। ফলে ৫ গ্রামের স্কুল, মাদ্রাসা, মসজিদ, হাসপাতালসহ অনেক সেবামূলক প্রতিষ্ঠানে যাতায়াত বন্ধ রয়েছে।

এতে ৫ হাজার মানুষ চরম দুর্ভোগে পরেছে। পূর্ব পাড়ের মহাসড়ক হতে তালুকদার নাড়ি জামে মসজিদ পর্যন্ত বাইপাস সড়কটির অনেক নিচু হওয়ায় মসজিদ সড়কটিতে ছোট যানবাহন ও লোক চলাচলে অসুবিধা হওয়ায় সড়কটির সংযোগস্থলে মাটি দ্বারা উঁচু করে দ্রæত সংযোগ সড়ক নির্মান করার দাবি জানান তারা। বর্তমানে রিকশা, ভ্যান ও অটো রিকসায়ও যাতায়াত বন্ধ রয়েছে। এলাকাবাসী মহাসড়কে উঠতে পারছে না। এই সংযোগ সড়কটির ২ পার্শ্বে কয়েক হাজার লোকের ঘনবসতি । সংযোগ সরকটির মহাসড়কের সংযোগস্থলে মাটি দ্বারা উঁচু করে দ্রত সড়ক নির্মান করার দাবি এলাকাবাসী

The Revolt News


https://demo.therevoltnews.net/public/frontend/img/header-adds/adds.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *