:

কালবেলার রাজাপুর প্রতিনিধির উপর সন্ত্রাসী হামলা

top-news

কালবেলা ও আজকের বার্তার রাজাপুর প্রতিনিধি গোপাল কর্মকারের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। আজ রাত আনুমানিক ১০ টার দিকে রাজাপুর কর্মকার পট্টি এলাকা থেকে দুর্বৃত্তরা দুই রাউন্ড গুলি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি ও তার সাথে থাকা নিকট আত্মীয় আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে জানা গেছে।
গোপাল কর্মকার ওই এলাকার বাসিন্দা এবং সুপ্তি জুয়েলার্সের মালিক ।

https://demo.therevoltnews.net/public/frontend/img/header-adds/adds.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *