:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ফেনসিডিল জব্দ করেছে ৫৮ বিজিবি

top-news

শুক্রবার  সকালে উপজেলার কুসুমপুর ও বেনীপুর থেকে বিজিবি এসব অবৈধ দ্রব্য উদ্ধার করে।
মহেশপুর ৫৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. রফিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর উপজেলার কুসুমপুর বিওপির সীমান্ত পিলার-৬১/১৬-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিপুলবাড়িয়া গ্রামের মো. মিজানুর রহমানের কাঠাল বাগানের মধ্যে হতে আসামিবিহীন ১৫০ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।তিনি আরও জানান, বেনীপুর বিওপির সীমান্ত পিলার-৬৩/৭-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেদিনীপুর গ্রামের বাশঁ বাগানের মধ্যে হতে আসামিবিহীন ১১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।৫৮ বিজিবির অধিনায়ক আরও জানান, পলিয়ানপুর বিওপির নিয়মিত টহল পরিচালনার মাধ্যমে ৫ বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে আটক করা হয়। আটক ব্যক্তি ও মাদক ও ট্যাবলেটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে

https://demo.therevoltnews.net/public/frontend/img/header-adds/adds.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *