:

পাবনার বাঁধেরহাটে পণ্য পরিমাপ নিয়ে বাগবিদণ্ডের জেরে সংঘর্ষে আহত ৬

top-news

পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানা এলাকার বাঁধেরহাটে পণ্য পরিমাপ নিয়ে বাগবিদণ্ডের জেরে ব্যাপক সংঘর্ষ হয়েছে এতে অন্তত ১৫ জন আহতের খবর পাওয়া গেলেও ৬ জন আহতের খবর নিশ্চিত করা গেছে।আহতদের চিকিৎসার জন্য বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে বলে জানায় তাদের পরিবার।

আজ দুপুরে বাঁধেরহাট চলাকালীন সময় ভুষি পন্য পরিমাপ নিয়ে বাগবিদণ্ড শুরু হয় একপর্যায়ে হাতাহাটি পরবর্তীতে এলাকা ভিত্তিক ব্যাপক সংঘর্ষ শুরু হয়।এতে হাটে ক্রয়-বিক্রয় করতে আসা লোকজনদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক আমিনপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোঃ আলমগীর হোসেন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান ওসি।

https://demo.therevoltnews.net/public/frontend/img/header-adds/adds.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *