:

স্বামীকে আইফোন ও প্রেমিককে সোনার চেইন দিলেন তরুণী

top-news

কিশোরগঞ্জের ভৈরবে বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে সুমাইয়া বেগম (১৮) নামের এক তরুণীর বিরুদ্ধে স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে পৌর শহরের দক্ষিণপাড়া এলাকা ও ঘোড়াকান্দা এলাকায় অভিযান চালিয়ে ওই তরুণী ও তার স্বামীসহ প্রেমিককে আটক করে ভৈরব থানা পুলিশ।

আটকরা হলেন- ভৈরব পৌর শহরের জগন্নাথপুর আওয়াল কান্দা এলাকার ইব্রাহিম মিয়ার মেয়ে সুমাইয়া বেগম ও তার স্বামী রুহান মিয়া (২০)।

এ ছাড়া পৌর শহরের দক্ষিণপাড়া এলাকার ভাড়াটিয়া রাসেল মিয়ার ছেলে ও সুমাইয়ার প্রেমিক শহরের ঘোড়াকান্দা এলাকার মৃত আবেদ আলীর ছেলে আক্তার হোসেন (১৯)।

জানা যায়, চুরির পর চুরি করা সেই মালামাল বিক্রি করে সুমাইয়া স্বামীকে কিনে দেন আইফোন। পাশাপাশি প্রেমিককে উপহার দেন চুরি করা সোনার চেইন।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার (২৫ জানুয়ারি) চুরির অভিযোগ পেয়ে শহরের নিউটাউন এলাকায় যায় ভৈরব থানা পুলিশ।

ওইদিন সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে যেকোনো একসময়ে নিউটাউন এলাকার বাসিন্দা বান্টি বেগমের বাড়িতে ৬ ভরি ১১ আনা স্বর্ণালংকার চুরি হয়। এ ঘটনার সার্বিক তদন্ত করে সিসি ক্যামেরা ফুটেজ দেখে ২৮ জানুয়ারি বান্টি বেগমের ভাগনি নিধীর বান্ধবী সুমাইয়াকে আটক করে থানায় আনা হয়।

পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহীন বলেন, ‘গত শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় সুমাইয়া তার বান্ধবী নিধীর বাড়িতে যায়। তখন নিধীর মামি ও নানু বাড়িতে ছিল না। সেই ফাঁকে সুমাইয়া স্বর্ণালংকার চুরি করে নিয়ে আসে। সুমাইয়াকে আটকের পর জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকার করেছে। সুমাইয়া স্বর্ণালংকার বিক্রি করে তার স্বামীর জন্য ১ লাখ টাকা দিয়ে আইফোন ও নিজের জন্য একটি স্মার্ট ফোন কিনেছে। তার কাছে কিছু নগদ টাকাও পাওয়া গেছে।’

তিনি বলেন, ‘সুমাইয়ার দেওয়া তথ্যমতে, তার প্রেমিক আক্তার হোসেনের কাছ থেকে একটি ১৪ আনা ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।’

https://demo.therevoltnews.net/public/frontend/img/header-adds/adds.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *