:

মিজানুর রহমান আজহারীর আগমন উপলক্ষে পটুয়াখালী শহরে মানুষের ঢল

top-news

বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা ড. মিজানুর রহমান আজহারীর আগমন উপলক্ষে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে একটি তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্টিত হতে যাচ্ছে।

পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনারের মাঠ প্রাঙ্গনে এই মাহফিলর আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে প্রথমে স্থানীয় আলেমগণ কুরআন তেলাওয়াত, সংক্ষিপ্ত আলোচনা ও ইসলামি সংগীত পরিবেশন করেন বলে জানা যায়।এরপর ড. মিজানুর রহমান আজহারী তার মূল বক্তব্য উপস্থাপন করেন। তার বক্তব্যে তিনি ইসলামের মূলনীতি, মানবিক মূল্যবোধ এবং আধুনিক জীবনে ইসলামের প্রয়োগ নিয়ে আলোচনা করেন। তিনি তরুণ প্রজন্মকে ইসলামের সঠিক জ্ঞান অর্জন ও নৈতিক জীবনযাপনের আহ্বান জানান।
তিনি সমসাময়িক বিষয়াদি ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি অত্যন্ত প্রাঞ্জল ও বাস্তবসম্মতভাবে উপস্থাপন করেন, যা শ্রোতাদের মুগ্ধ করে।

আগামীকালকের মাহফিল উপলক্ষে  ইতিমধ্যেই এখানে হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত দেখা যাচ্ছেন। পটুয়াখালী শহরের বিভিন্ন বাসাবাড়িতে মেহমানের আগমন উপলব্ধি করা যাচ্ছে। এছাড়াও শহরের ব্যবসা প্রতিষ্ঠানে আগের তুলনায় বেচাকিনা বৃদ্ধি পেয়েছে।
দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লী ভাইয়েরা আগে থেকেই মাঠের বিভিন্ন স্থানে জায়গা দখল নিয়েছেন।
শহরের অলিগলিতে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী বিক্রি করার উদ্দেশ্যে অস্থায়ীভাবে ছোট বড় অনেক দোকান বসেছে।
মাহফিল উপলক্ষে পটুয়াখালী শহরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।পুরো এলাকা সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষার্থে স্থানীয় প্রশাসনসহ,সকল অঙ্গ সংগঠনের স্বেচ্ছাসেবক দল এবং সিসি ক্যামেরার মাধ্যমে কড়া নিরাপত্তার ব্যবস্থার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাহফিলে আগমনরত সকল ধর্মপ্রাণ মুসল্লী ভাইবোনেরা যেন সুন্দর ভাবে মাহফিল উপভোগ করতে পারবেন সেজন্য ৩৩ টি ডিজিটাল মনিটর এবং পৃথক,পৃথক মাঠের ব্যবস্থা সহ স্যানিটেশন সুবিধা নিশ্চিত করাতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মহিলাদের জন্য লতিফ মিউনিসিপ্যাল স্কুল, আব্দুল হাই স্কুল ও কলাতলা হাউজিং এই তিনটি মাঠের ব্যবস্থা করা হয়েছে।
এ সম্পর্কে জানা যায়,
 স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে ১,২০০ অস্থায়ী টয়লেট স্থাপনের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্য ৪০০টি প্রসাবখানা ও ২০০টি টয়লেট মূল মাঠের পাশে স্থাপন করেছে।
এছাড়াও সোনালী ব্যাংকের মোড়ে ২০০টি প্রসাবখানা ও ১০০টি টয়লেট এবং ফোর লেন সড়ক বিটাইপ রাস্তার মোড়ে ২০০টি প্রসাবখানা ও ৫০টি টয়লেটের ব্যবস্থা করা হয়েছে।

https://demo.therevoltnews.net/public/frontend/img/header-adds/adds.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *