নোয়াখালীর 'চেয়ারম্যান টু নলচিরা ঘাটে' পিন্স আওলাদ শিপ উদ্বোধন

- সাব্বির ইবনে ছিদ্দিক হাতিয়া- নোয়াখালী
- 24 Jan, 2025
নোয়াখালীর হাতিয়ায় চেয়ারম্যান ঘাটে নতুন শিপ মের্সাস লামিয়া এন্টারপ্রাইজের পিন্স আওয়াদ-৪ শিপ উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার( ২৪ই জানুয়ারী) বিকেল ৪ টায় স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে নলচিরা ঘাটে উদ্বোধন করেন পিন্স আওলাদ-৪৷
উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, নতুন এই শিপ হাতিয়া দ্বীপবাসীর যোগাযোগ ও পণ্য পরিবহনকে সহজ করবে। এটি স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং পর্যটন খাতের বিকাশেও সহায়ক হবে।
উল্লেখ্য, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নির্মিত এই শিপ নৌযাত্রাকে নিরাপদ এবং দ্রুততর করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) এ কে এম আজমল হুদা ও পরিচালক পিন্স আওলাদের ডাঃ আমিনুল এছান জুয়েল ও মো.আরিফুল মাহামুদ, স্থানীয় এলাকার
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *