:

নোয়াখালীর হাতিয়ায় অনুষ্ঠিত হলো ম্যারাথন দৌড়

top-news

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া, উপজেলা প্রশাসনের আয়োজনে হাতিয়ায় স্থানীয় যুবসমাজ ও ক্রীড়াপ্রেমীদের উদ্যোগে এক বিশেষ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার(২৪ ই জানুয়ারী)  সকালে ৮ টায় হাতিয়া দ্বীপ সরকারি কলেজের মাঠ থেকে শুরু হওয়া এ ম্যারাথন প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের প্রায় ১৫০ প্রতিযোগী অংশ নেন।
বয়সসিমা ১৮-৩০বছর ,৩১-৪০বছর,৪১ বছর থেকে অদূর্ধ্ব এই ০৩ টি ক্যাটাগরিতে মোট ৩০ জন বিজয়ীদের পুরষ্কার প্রদান হয়।
দৌড়টি প্রায় ৪ কিলোমিটার এলাকা জুড়ে অনুষ্ঠিত হয়, যার রুট ছিল হাতিয়া দ্বীপ কলেজের মাঠ থেকে শুর এ হয়ে প্রধান সড়ক উছখালী পুরাত বাজার, এবং সেখান থেকে হাতিয়া দ্বীপ কলেজের  খেলার মাঠ পর্যন্ত। পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইবনে আল জাহেদ হোসেন । এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহিত করেন।
ম্যারাথন শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রথম স্থান অধিকার করেন মো.৪১ অদূর্ধ্ব প্রথন হয়েছে আবুল শাহাদ,৩১-৪০ প্রথম হয়েছে মো. ইবনে আল জাহেদ হোসেন,১৮-৩১ প্রথম হয়েছে সৌরভ হাসান, 
প্রতিযোগিতার আয়োজকরা জানান, যুবসমাজকে মাদকমুক্ত রাখতে ও সুস্থ দেহ-মন গঠনে এমন উদ্যোগ নিয়মিতভাবে গ্রহণ করা হবে।

https://demo.therevoltnews.net/public/frontend/img/header-adds/adds.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *