:

৫ বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন স্বামী-স্ত্রী

top-news

ভারতে পাঁচ বছর সাজাভোগ করে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন পাচার হওয়া দুই বাংলাদেশি নারী-পুরুষ। ভালো কাজের আশায় দালালের মাধ্যমে তারা স্বামী-স্ত্রী ভারতে গিয়েছিলেন।

রবিবার সন্ধ্যায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হস্তান্তর করেন।

তারা হলেন— যশোরের ঝিকরগাছা উপজেলার মল্লিক পাড়া গ্রামের মো. রশিদ শেখ (৪০) ও তার স্ত্রী মোছা. ঝরনা খাতুন (৩২)।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে। সেখান থেকে রাইটস নামে একটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।

এ বিষয়ে রাইটস যশোরের সাইকোসোস্যাল কাউন্সিলর মো. জাওয়াদুল করিম জানান, ২০১৮ সালের মার্চ মাসে যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে অবৈধ পথে তারা ভারতের গুজরাটে যায়। সেখানে তারা সবজির দোকানে কাজ করার সময় ২০২০ সালে জানুয়ারি মাসে ভারতীয় পুলিশের হাতে আটক হন তারা। পরে সে-দেশের আদালত তাদের ৫ বছরের সাজা ঘোষণা করে গুজরাট কেন্দ্রীয় কারাগারে পাঠান। কারাভোগ শেষে ভারতীয় একটি এনজিও সংস্থা তাদেরকে গ্রহণ করে নিজস্ব শেল্টার হোমে রাখে। পরে উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় রবিবার সন্ধ্যায় তারা দেশে ফিরেছেন।

রাইটসের কর্মকর্তা আরও জানান, ভারতে সাজাভোগ করে আসা দুই নারী-পুরুষকে তাদের কাছে হস্তান্তর করেছে পোর্ট থানা পুলিশ। তাদের রাইটস-এর শেল্টার হোমে রেখে পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

https://demo.therevoltnews.net/public/frontend/img/header-adds/adds.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *